বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সহযোগী সংগঠনসমূহের শীর্ষ দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাড়িওয়ালী রেস্তোরাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।মতবিনিময় সভা থেকে আগামী ১৮ নভেম্বর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আরিফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবু ফাইজা,দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফুর,সহ:অর্থ সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ, দ্বীনি সংগঠন এর জেলা সদর মাওলানা মুজাম্মেলুল হক কাসেমী,নায়েবে সদর মুফতী নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন দৌলতপুরী,ইসলামী যুব আন্দোলন এর সহসভাপতি মাওলানা এহসান উল্লাহ,সাধারণ সম্পাদক মুহাম্মদ যোবাইরুল ইসলাম মাহফুজ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ।

পরে মুৃফতী নুরুল আমিন এর সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে দিয়ে রাত ১০ টায় মতবিনিময় সভা সমাপ্ত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img