দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯আগষ্ট) নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে চট্টগ্রাম মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি।
চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমান,কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা জিয়াউল হাসান,মাওলানা ফয়সাল বিন তাজ,মাওলানা সায়েম উল্লাহ,অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী, মাওলানা জালাল উদ্দিন,মাওলানা আশরাফ বিন ইয়াকুব,মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা আবু হানিফা নোমান,মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা রিদওয়ান ও মাওলানা আব্দুল্লাহ আল হোসাইনী প্রমুখ।
সমাবেশে বক্তরা দেশব্যাপী যারা নৈরাজ্য করে দেশকে অস্থিরতা করার অপচেষ্টা করছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকারিয়া নোমান,মাওলানা কলিমুল্লাহ,মাওলানা ক্বারি মুবিন ও মাওলানা শিবলী নোমানী।