রবিবার, মে ১৯, ২০২৪

ভারতে মুসলিম নিপিড়নের বিরুদ্ধে বিশ্বনেতাদের কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির

ভারতের রাজধানী দিল্লির পাশ্ববর্তী হরিয়ানায় মুসলিম জনগোষ্ঠীর উপর যে সন্ত্রাসী তান্ডব চালানো হচ্ছে, গণ গ্রেফতার ও ঘর বাড়ি ব্যাবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হচ্ছে, তারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ বুধবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মোদী সরকার ও প্রশাসনের ছত্রছায়ায় পরিকল্পিত ভাবে ভারত কে মুসলিম শূন্য করার চক্রান্ত হিসাবে এই পাশবিক তান্ডব চালাচ্ছে। সম্পুর্ন নির্দোষ মুসলিমদের গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে ঘর বাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছে ভিটা মাটি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, ভারতের চরম ঔদ্ধত্যের এই সন্ত্রাসী তান্ডব কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘৃণ্য বর্বরোচিত সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বনেতাদের কড়া পদক্ষেপ নিতে হবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ সৃষ্টি করে কড়া বার্তা দিতে হবে।

নেতৃদ্বয় বাংলাদেশ সরকার কে ভারতীয় হাই কমিশনার কে ডেকে এনে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর দাবী জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img