রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নিজেদের তৈরি স্যাটেলাইট তার্কসাত ৬এ উৎক্ষেপণ করল ‍তুরস্ক

তুরস্ক সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে।

মঙ্গলবার (৯ জুলাই) স্থানী সময় ভোর বেলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের জন্য স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট ব্যবহার করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, তার্কসাত ৬এ উৎক্ষেপণ দেশের জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায়। এই স্যাটেলাইটটির মোট উপাদানের ৮১ শতাংশ উপদান, এবং সফট্ওয়্যার প্রস্তুত করেছে তুরস্ক। তার্কসাত ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জল নজির।

যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত ৬এ এর কাজ হবে মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আবদুল কাদির উরালোগ্লু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের নিজেস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছি। এই কর্মসূচির প্রথম ফসল তার্কসাত ৬এ। এই স্যাটেলাইটটির মাধ্যমে আমদের টেলিভিশন সম্প্রচার এবং টেলি যোগাযোগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে।

তুরস্কের স্যাটেলাইট প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, তার্কসাত ৬এ প্রস্তুত করতে তাদের ১০ বছর সময় লেগেছে।

সূত্র : রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img