বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তিশালী জোট ব্রিকসে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সদস্যপদ পেয়েছে ইন্দোনেশিয়া। জোটের সব সদস্য দেশগুলো ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সম্মতি জানিয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে জোটটির সভাপতি দেশ ব্রাজিল।
ব্রিকসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় এবং জোটের শক্তি বৃদ্ধির লক্ষ্যে ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, “ব্রিকস সদস্যপদ হল একটি কৌশল, যার মাধ্যমে উদীয়মান অর্থনীতির দেশগুলো একসঙ্গে কাজ করে। এটি বিশেষ করে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়ানোর একটি উপায়। এর মাধ্যমে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করে এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা করতে পারে।”
উল্লেখ্য, বেশ আগে থেকেই ব্রিকসে যোগদানের ইচ্ছা প্রকাশ করে আসছিল ইন্দোনেশিয়া। ২০২২ সালের নভেম্বরে সহযোগী দেশের মর্যাদা লাভ করে দেশটি। ইন্দোনেশিয়া পূর্ণ সদস্যপদ পাওয়ার ফলে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস আরও সম্প্রসারিত হলো।
সূত্র: রয়টার্স