বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

আসাদ পরিবার নিয়ে নতুন বিতর্ক: আমেরিকা ও যুক্তরাজ্যের গুপ্তচর ছিলেন আসমা আল আসাদ

সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া এক নথিপত্রে আবারো বিতর্কের সৃষ্টি হয়েছে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পরিবারকে নিয়ে। উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এতে দাবি করা হয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ দীর্ঘদিন ধরে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ-এর এজেন্ট হিসেবে কাজ করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক ফেইসবুক পোস্টে এসব নথিপত্র প্রকাশ্যে এনেছেন সিরিয়ার সাংবাদিক নিজার নাইউফ।

নথিপত্রে বলা হয়েছে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে দেখা গিয়েছে আসমা আল আসাদকে। এসময় আসাদ দম্পতি সিরিয়ান গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ নজরদারির মধ্যে ছিলেন।

যদিও এইসব নথিপত্র জাল হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

উল্লেখ্য, ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আসমা আল-আসাদ। লন্ডনের কুইন্স কলেজ ও কিংস কলেজ থেকে পড়াশোনা শেষ করে জেপি মরগানে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০০ সালে বাশার আল-আসাদের সাথে বিয়ে করেন এবং সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে পরিচিত হন।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img