বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

২ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ তুরস্কের

একের পর এক সামরিক শক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দিচ্ছে তুরস্ক। এবার ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচি হাতে নিয়েছে আঙ্কারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, “প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের মাধ্যমে কোন ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি না আমরা। এই বিনিয়োগের উদ্দেশ্য, আমাদের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।”

এরদোগান আরো জানিয়েছেন, “২০০০ কিলোমিটার দূরত্বের মিসাইল তৈরির পাশাপাশি ৮০০ কিলোমিটার পাল্লার মিসাইলের সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, তুরস্কের মিসাইল প্রোগ্রাম মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপজুড়ে দেশটির কৌশলগত আধিক্য প্রসারিত করবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: ডিফেন্স ব্লগ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img