পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে তাদের পরিবারের সদস্যরা রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেনে এবং দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে এ্যাম্বুলেন্স বাদে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।