শাবাব লিমিটেডের বার্ষিক বৈঠক এবং কার্যনির্বাহী সদস্য নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে শাবাবের নতুন চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ মাহদী হাসান নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাহদী হাসান, মুহাম্মদ নুরুজ্জামান আলমগীর, মুহাম্মদ সুলাইমান, জাকারিয়া আল-ফারুকী এবং ফয়সাল মুরসালীন।
ব্যবসা, ঐক্য এবং সমাজসেবার উদ্দেশ্যে ২০২১ সালে একদল তরুণের উদ্যোগে গঠিত হয়েছিল লাজনাতুশ শাবাব সমবায় সমিতি। পরে ব্যবসায়িক প্রয়োজনে এটি শাবাব লিমিটেড নামে পরিচিতি লাভ করে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাদিকুর রহমান, আবু রায়হান উজানবী, সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, মুহাম্মদ হাসান এবং মুহাম্মদ আরিফ মুসতাহসান। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন কুরবান আলী এবং জুনায়েদ আল-হাবিব।