বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

বিএনপির র‍্যালিতে খাঁচায় বন্দি হাসিনা

দীর্ঘদিন পর রাজধানীতে র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। র‍্যালিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা যায়। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে দেখা যায়। আবার অনেককে নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে দেখা যায়। তবে র‍্যালিতে সবার নজর কাড়ে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এ খাঁচা ঘিরে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের ভীড়।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যলয় থেকে শুরু হয় এ র‍্যালি।

র‍্যালিটি মৎস্য ভবনের সামনে এলে খাঁচাটি দেখা যায়। চোখে সানগ্লাস, মাথায় শিং ও মুখে প্রতীকী রক্ত এবং দানবের মতো বড় দাঁত লাগিয়ে খাঁচার মধ্যে এক নারীকে শেখ হাসিনার সাজে দেখা যায়।

ওই খাঁচার বাইরে লেখা ছিল, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’ ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’ ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’ ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।

খাঁচার সঙ্গে অনেকে সেলফি তোলেন। অনেকে নেতাকর্মী আবার এ দৃশ্যের ভিডিও ধারণ করেন। পাশ থেকে নেতাকর্মীদের অনেকে বলছিলেন, ‘হাসিনা ধরা খাইছে’ ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।

এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তায় এসে সমবেত হন। এছাড়াও ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেত হন।

র‍্যালিটি নয়াপল্টন কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল, কাকরাইল মোড় হয়ে মৎস্যভবন মোড় ঘুরে শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img