গত ২৪ ঘন্টায় লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (৭ অক্টোবর) স্থল অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চালানো ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ২২ জন লেবানিজ। আহত হয়েছেন আরো ১১১ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মোট নিহত হয়েছেন ২ হাজার ৮৩ জন। আহত হয়েছেন আরো ৯ হাজার ৮৬৯ জন।
এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রাম গুলোতে থাকা হিজবুল্লাহর অস্ত্র গুদাম, সুড়ঙ্গ ও অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। এই হামলায় অংশ নেয় ইসরাইলের ৩৬ ও ৯৮ ডিভিশনের সৈনিকেরা। হামলা চালানোর সময় হিজবুল্লাহর যোদ্ধাদের সাথে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
সূত্র: টাইম অব ইসরাইল