শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ড্রোন ভূপাতিত করে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিয়েছে হুতিরা

গুলি করে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ মডেলের ড্রোনটি রোববার (৮ সেপ্টেম্বর) ইয়েমেনের আকাশে উড়তে দেখার পরই এটিকে গুলি করা হয়। উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোনটির মূল্য কয়েক মিলিয়ন ডলার। ড্রোন ভূপাতিত করে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিয়েছে বলে জানিয়েছে হুতিরা।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

তবে মার্কিন সামরিক বাহিনী বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তারা হুতিদের এমন অভিযোগ শুনেছে। কিন্তু ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার কোনো তথ্য তাদের কাছে নেই।

হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারে আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন। তবে এটি কীভাবে ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সূত্র : এপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img