রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ইসরাইলের কৌশলগত মেরন ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রোববার (৭ জুলাই) ইসরাইলের উত্তরাঞ্চলীয় জাবাল আল-জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদরদপ্তর ও এয়ার অপারেশন্স ডিরেক্টরেটে কাতিউশা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। নিক্ষিপ্ত সমরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে।
লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো।

লেবাননের এই প্রতিরোধ আন্দোলন তার বিবৃতিতে বলেছে, গাজ্জায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছেন। গাজ্জায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরাইলে হামলা বন্ধ করে দেবেন। কিন্তু গাজ্জায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুল্লাহ গাজাবাসীর সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে যাবে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img