মঙ্গলবার ৯ জুন বাজেট ভাবনা তুলে ধরবে বিএনপি। এতে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানাগেছে।
এতে ২০২০-২১ অর্থবছরে বাজেট ভাবনায় ইতিপূর্বে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিএনপির দেওয়া অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনাকে গুরুত্ব দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাবে দলটি।
মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার বাসা থেকে অনলাইনে ছায়া বাজেট উত্থাপন করবেন।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
জানাগেছে, ছায়া বাজেটে খাতওয়ারি সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি। ইতিমধ্যে বাজেট প্রস্তাবনার কাজ চূড়ান্ত করেছেন দলটির দায়িত্বপূর্ণ নেতারা। বাজেট কী রকম হওয়া উচিত, সেটির একটি প্রস্তাব থাকবে।
এমনকি করোনায় সৃষ্ট চলমান পরিস্থিতি ও তার পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটগুলোকে চিহ্নিত করে এর সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরা হবে ওই প্রস্তাবনায়।