আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
রোববার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের স্থানীয় সময় সিবিএস নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করতে হবে। পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকার কোনো পদক্ষেপ নেয়ার আগে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।