শনিবার, জুলাই ২৭, ২০২৪

ছাত্র জমিয়তের নতুন সভাপতি এখলাস ও সাধারণ সম্পাদক হুজাইফা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এখলাসুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে হুযাইফা ইবনে ওমরকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সংগঠনটির ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (৮জানুয়ারি) বাদ জুম’আ পল্টনস্থ সংগঠনটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কাউন্সিল অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী তাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদেমানী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন মুনির, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানী ও সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে জমিয়তের সাবেক মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী (রহ.)-কে স্মরণ করে নেতারা বলেন, একথা বাস্তব আল্লামা কাসেমী (রহ) দায়িত্ব নেয়ার পর জমিয়ত পরিবার অনেকদূর এগিয়ে গিয়েছে। আজকে ছাত্র জমিয়তের উপস্থিতি একটি প্রাঞ্জল উপস্থিতি। আমরা আশাবাদী ছাত্র জমিয়তের আজকের নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ইউনিটে সাংগঠনিক মজবুত ভীত গড়ে তুলতে সক্ষম হবে। ছাত্রদের চারিত্রিক উন্নতির পাশাপাশি নৈতিক চরিত্রে গড়ে তুলতে সক্ষম হবে।

তারা বলেন, আমাদের হীনমন্যতায় ভুগলে চলবে না। একথা বাস্তব সত্য জীবিত আল্লামা কাসেমী থেকে মৃত আল্লামা কাসেমী (রহ.) আরো বেশী শক্তিশালী। তাঁর রুহ এত শক্তিশালী যে শাসকগোষ্ঠীও নড়েচড়ে বসেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img