মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

অপবাদ দিয়ে মাদরাসা-মসজিদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে : আল্লামা জেহাদী

spot_imgspot_img

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী বলেছেন, চাঁদপুরের মাদরাসার শিক্ষককে যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন ও চট্টগ্রামের ফটিকছড়িতে যেভাবে মাদরাসায় হামলা চালানো হয়েছে, তাতে আবারো স্পষ্ট প্রমানিত হয়েছে যে, ইসলাম বিদ্বেষী ও মাদরাসা মসজিদ বিদ্বেষীরা কিভাবে ঘাপটি মেরে সমাজের রন্দ্রে রন্দ্রে বসে আছে। তারা ভিত্তিহীন অপবাদ দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলেম-উলামাদের ওপর আক্রমণ করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এধরণের ইসলাম বিদ্বেষী গোষ্ঠীকে কোনরকম ছাড় দেওয়া হবে না। যারা অপবাদ দিয়ে মাদরাসা-মসজিদে হামলা চালিয়েছে, শিক্ষককে লাঞ্ছিত করেছে, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

রাজধানীর খিলগাঁও মাখজানুল ইলুম মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবদের সাথে বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা জেহাদী বলেন, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এগুলো ইসলাম ও দেশ বিরোধী গোষ্ঠীর গভীর চক্রান্তের অংশ। সরকার, বিশেষ করে স্থানীয় প্রশাসনের উচিত তড়িৎ গতিতে অপরাধীদের গ্রেপ্তার করা।

ফটিকছড়ির ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানানিয়ে আল্লামা জেহাদী বলেন,  আমরা জানতে পেরেছি ফটিকছড়িতে মাদরাসায় হামলার ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এবং  চাঁদপুরের ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা হোক।

বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিকুদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থ সম্পাদক মুফতী মুনির কাসেমী।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img