বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার। ডা. মুরাদ হাসান তার সর্বশেষ দৃষ্টান্ত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ ব্রিফিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শুধু পদত্যাগ নয়, তাকে (মুরাদ হাসান) গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে। আমি মনে করি, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সে রাজনীতি করার অযোগ্য। তাকে দলের সকল পর্যায়ের তার যে পদ বা অবস্থান তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।