নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, আমি স্বীকার করি ও আমরা দেখছিও নৌ দুর্ঘটনা হ্রাস পাচ্ছে। এর কারণটা মনে হয় নৌযানের ডিজাইন, নৌপথগুলো কিংবা যা যা করণীয় সেগুলো করছেন, প্রত্যক্ষ সুপারিভিশন আছে বলে এগুলো কমছে। আমরা দেখতাম প্রতিবছর যখন একটা ছুটি সেই সময়ে একটা বড় দুর্ঘটনা ঘটতো। সেগুলো হ্রাস পেয়েছে, একদম চলে গেছে সেটা বলবো না।
বুধবার (৭ এপ্রিল) সচিবালয়ে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নদী বেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা নৌপবিহন অধিদফতরের অন্যতম প্রধান দায়িত্ব। জানমালের নিরাপত্তার জন্য অধিদফতর থেকে বেশকিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টরের নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশন প্রতিবেদনসহ জাহাজের নাবিকদের সব তথ্য সম্বলিত অনলাইন ডিজিটাল ডাটাবেইজ সংরক্ষণ করা হচ্ছে। সরকারের এমন বাস্তবমুখী পদক্ষেপের কারণে নৌপরিবহন খাত দুর্বার গতিতে এগিয়ে চলছে।