বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

স্বাধীনতা এবং বঙ্গবন্ধু একে অপরের অভিন্ন দুটি শব্দ: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক, একে অপরের প্রতিশ্রুতি, একে অপরের অভিন্ন দুটি শব্দ। স্বাধীনতা শব্দটি বা স্বাধীনতার অর্থ থেকে বঙ্গবন্ধুকে কখনও আলাদা করা যায় না। বঙ্গবন্ধুর মাধ্যমে ১৯৭১ সালের গুটি গুটি পায়ে উদয় হয়েছিল স্বাধীনতার লাল সূর্য।

আজ রবিবার (৭মার্চ) ঐতিহাসিক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, সে দিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণকে কেন্দ্র করে পাকিস্তানী শাসক গোষ্ঠী কামান ও আধুনিক অস্ত্রশস্ত্রসহ প্রস্তুত রেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানী শাসক গোষ্ঠীকে চারটি শর্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৫৬ বছরের ইতিহাসে ২৩ বছর কেটেছে সংগ্রামে আর জেলখানার নিভৃত কুটিরে। যেহেতু আমাদের দুর্ভাগ্য আমাদের মহানায়ক ও তার পরিবারকে শিকার হতে হয়েছিল ইতিহাসের নিকৃষ্ট এবং ঘৃণ্যতম হিংস্রতায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img