বুধবার, মে ১, ২০২৪

‘পূজা’র সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখােনোর আহ্বান আইজিপির

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজায়’ চলার সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাতে ‘পূজা উদযাপন কমিটি’র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পূজায় আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তাসম্পর্কিত সভায় তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দেন ড. বেনজীর।

এছাড়াও পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

আইজিপি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বিধান করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে তাই প্রতি বছরই ‘পূজামণ্ডপের’ সংখ্যা বাড়ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img