রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাজ্জায় চলমান পরিস্থিতি প্রমাণ করে আন্তর্জাতিক ব্যবস্থা বৈধতা হারিয়েছে : এরদোগান

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইতিমধ্যে ১৬ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরো ৯০ হাজার মানুষ। আর এ বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে রজব তাইয়েব এরদোগান বলেছেন, গাজ্জার এমন পরিস্থিতি আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংসের প্রতিনিধিত্ব করে ও তা বৈধতা হারিয়েছে।

কাজাকিস্তানের রাজধানী এস্তানায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৪ তম সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে তিনি বলেন, গাজ্জায় ইসরাইলি আক্রমণে প্রায় ৪০ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে। তাই এই মুহূর্তে ইসরাইলকে থামানোর প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি তেল আবিবকে একটি যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করানোর জন্য চাপ প্রয়োগ করা উচিত।

এরদোগান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার সংকটের মুখে নতি স্বীকার না করে, কিছু দেশ আন্তরিকতা ও সংকল্পের সাথে তাদের আওয়াজ উঁচু করেছে বৈশ্বিক ন্যায় বিচার পাওয়ার জন্য।

তিনি আরো বলেন, আঙ্কারা প্রতিনিয়ত আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতার দিকগুলো তুলে ধরেছে। সেই সঙ্গে এমন একটি কার্যকরী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরীর জন্য কাজ করছে যেটা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে সক্ষম।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img