বিশ্বের মধ্যে ড্রোন প্রস্তুতকারক কোম্পানির নাম নিলেই প্রথম সারির দিকে উঠে আসে তুরস্কের বায়কারের নাম। বেশ কয়েক বছর ধরে একের পর এক আধুনিক ড্রোন তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি। এবার তুরস্কের সাথে সামরিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সাথে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি আরব।
৪ জুলাই সৌদি আরবের রাষ্ট্রীয় মিলিটারি ইন্ডাস্ট্রি (এসএএমআই) এ বিষয়টি নিশ্চিত করেছে।
একটি বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের মাটিতে বায়কার কর্তৃক প্রস্তুতকারক মনুষ্যবিহীন ড্রোনের (ইউএভি) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সিস্টেমকে আরো উন্নত করতে সম্মত হয়েছে তুরস্কের প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সৌদি আরবের ইলেক্ট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি আরো উন্নত করতে সম্মত হয়েছে তুরস্কের বৃহত্তর প্রতিরক্ষা কোম্পানি আসেলসান।
উল্লেখ্য, গত বছর তুরস্ক থেকে ড্রোন কিনতে সম্মত হয়েছে সৌদি আরব। এটি ছিল তুরস্কের ইতিহাসের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি।
সূত্র: ডেইলি সাবাহ