রবিবার, মে ১৯, ২০২৪

হামাসের রকেট হামলায় ইসরাইলী বাহিনীর ৩ সদস্য নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে।

ইসরাইলী বাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে কেরাম শালোম সীমান্তের দিকে রোববারের শুরুতে ছোড়া রকেটের হামলায় ইসরাইলী বাহিনীর তিন সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

হামাসের জানিয়েছে, হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের এলাকায় ইসরাইলী বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ইসরাইলী বাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, আহত ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর।

হামাসের রকেট হামলার দাবি করার পর ইসরাইল ক্রসিং বন্ধ করে দেয়। ওই ক্রসিং দিয়ে গাজ্জায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল।

ইসরাইলী বাহিনী জানিয়েছে, রাফাহ ক্রসিং সংলগ্ন এলাকা থেকে হামাস ১৪টি রকেট ছুড়েছে।

ইসরাইলী বাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, দ্রুত গতিতে হামাসের হামলার জবাব দিয়েছে ইসরাইলী বিমান বাহিনী। তারা ধেয়ে আসা রকেটগুলো ধ্বংস করে দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img