মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

৫ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম বেড়েছে শুক্রবার।

এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড তেল ৯০ দশমিক ৮৩ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৮৬ দশমিক ৫৮ ডলারে বিক্রি হয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের আন্তর্জাতিক বাজারে এই দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিধ্বংসী তৎপরতা। তারা বলেছেন, বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার একটি বড় যোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে। আর মধ্যপ্রাচ্যের তেলের আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্রধান রুট লোহিত সাগর।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img