মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের প্রস্তাব পাস

গাজ্জায় নির্বিচার হামলার জেরে প্রচণ্ড আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং গাজ্জায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহি করার দাবি জানিয়ে গতকাল শুক্রবার প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

এর আগের দিন ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দেশটির প্রধান মিত্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ পর্যন্ত কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, ইসরাইল দুর্ভিক্ষে আক্রান্ত গাজ্জায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করা ও বেসামরিক প্রাণহানি এড়াতে দৃশ্যমান, সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে হামাসবিরোধী লড়াইয়ের ব্যাপারে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে।

কঠিন চাপে পড়ে নেতানিয়াহু এরই মধ্যে ত্রাণের জন্য ক্রসিং খুলে দেওয়াসহ যুদ্ধের কিছু নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইসরাইলকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করা ও অস্ত্র সরবরাহ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশসহ ২৮টি দেশ, ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ এবং আমেরিকা ও জার্মানিসহ ছয়টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করে। প্রস্তাবটি পাসের পর কয়েকটি দেশের প্রতিনিধি করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

সূত্র : বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img