রবিবার | ১৩ জুলাই | ২০২৫

ভারত ও চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া

spot_imgspot_img

ভারত ও চীনের পূর্ব লাদাখে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া। নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সমঝোতার নেপথ্যে রয়েছে মস্কোর হাত, এমনটিই মনে করছেন বিশ্লেষকদের অনেকেই ।

গত বৃহস্পতিবার (৪ মার্চ) ভারত ও চীনের মধ্যে হওয়া সীমান্ত সমঝোতা নিয়ে বিবৃতি দেন রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেন, ভারত-চীন সীমান্তে চলা গতিবিধির উপর আমরা নজর রাখছি। দুই দেশই আন্তর্জাতিক গোষ্ঠীর দ্বায়িত্বশীল সদস্য। তারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। ফেব্রুয়ারির ২৫ তারিখ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে হওয়া চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি।

বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া। পর্দার আড়ালে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পুতিন প্রশাসনের। বেইজিং ও নয়াদিল্লি উভয়ের উপরই যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর। রাশিয়ার আশঙ্কা, পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকার আরও কাছে চলে গেছে ভারত। তাই নয়াদিল্লির উপর মার্কিন প্রভাব প্রতিরোধ করতে মধ্যস্থতায় নেমেছে রাশিয়া।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img