“কাশ্মীর সংহতি দিবস” উপলক্ষে কাশ্মীরিদের প্রতি আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য ও বৈধ সংগ্রামে অটল থাকার সমর্থনের বার্তা পাঠিয়েছে পাকিস্তানের জনগণ ও সরকার।
কাশ্মীরি জনগণের লড়াইকে সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “বর্বর ভারতীয় দখলদারিত্বের সামনে যারা জাতিসঙ্ঘের অনুমোদিত আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামে নিয়োজিত রয়েছেন সেই কাশ্মীরি ভাই ও বোনদের প্রতি অটুট সংহতি ও সমর্থন প্রকাশ করছে আজ গোটা পাকিস্তান।”
তিনি আরো বলেন, “কাশ্মীরীরা তাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই তাদের স্বপ্ন দিনের আলো দেখবে।”
কাশ্মীর সংহতি দিবসে কাশ্মীরিদের প্রতি সংহতি জানিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা পাকিস্তানের জনগণ কাশ্মীর সংহতি দিবস পালন করার পাশাপাশি আমাদের কাশ্মীরি ভাই ও বোনদের আত্মত্যাগকে অভিবাদন জানাচ্ছি, যারা ৭৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় নিপীড়নের শিকার হয়েছেন।”
এছাড়াও কাবুলে পাকিস্তানের দূতাবাস “কাশ্মীর সংহতি দিবস” উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল গতকাল।
উল্লেখ্য; ভারত দখলকৃত কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে পাকিস্তানের জনগণ গত কয়েক দশক ধরে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি দিবসটি পালন করে আসছে।
সূত্র: কেপি