বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

ফিলিস্তিনে ন্যায় প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত লড়ে যাবো : এরদোগান

ফিলিস্তিনে ন্যায় প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, আমরা গাজ্জায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

মন্ত্রিসভার এক বৈঠকে তিন এ কথা বলেন।

তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে, গাজ্জা একা নয়। আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

সিরিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পর সিরিয়া যেভাবে মুক্ত হয়েছে, আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।

বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন, ২০২৫ সাল গাজ্জার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে।

ফিলিস্তিন নিয়ে তুরস্কের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা।

গাজ্জা যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের অধিকারের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img