ইমারতে ইসলামীয়া আফগানিস্তানে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি খনিজ, রত্নপাথর ও ধাতু রয়েছে। এর মধ্যে রয়েছে মোবাইল ও ল্যাপটপ তৈরির জন্য প্রয়োজনীয় বিরল ধাতু। প্রকৃতপক্ষে আফগানিস্তান বিভিন্ন খনিজ এবং রত্ন ভান্ডারে পরিপূর্ণ একটি দেশ।
অতীতে আফগানিস্তানে অর্থনীতির অনেক বড় একটা ভিত্তি ছিল আফিম চাষ ও পপি ফুল উৎপাদন। কিন্তু তালেবান সরকার ক্ষমাতায় আসার পর এসব নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন বন্ধ করে দেয় এবং খনিজ সম্পদ ও রত্ন আহরণের দিকে মনোযোগ দেয়।
আফগানিস্তানে তালেবান সরকার এসব খনিজ সম্পদ ও রত্ন উত্তোলনের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক, চীন, রাশিয়া ও ইরান। এ ছাড়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের সবুজ পান্নার খনি বিশ্বব্যাপী পরিচিত। বর্তমানে, তালেবান সরকার পান্না উত্তোলন এবং এর ওপর রাজস্ব আয়ের পরিকল্পনা করছে। একইভাবে রুবি, নীলকান্তমণি, স্বর্ণ, তামা ও লোহার খনিজও উত্তোলনের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে আফগান সরকার খনিজ খননে আগ্রহী ব্যবসায়ী এবং কোম্পানিগুলোর জন্য ৫৬০টি লাইসেন্স দিয়েছে।