গাজ্জায় নতুন করে আরও ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর ফলে গাজ্জায় শহীদের সংখ্যা প্রায় ৪৬ হাজারে দাঁড়িয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ৪৮ নিহত ও ৭৫ জন আহত হয়েছে। এ নিয়ে মোট আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ১৩৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নিহত ও আহতের সংখ্যা আরো বেশি। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।