দীর্ঘদিনের হতাশা আর আর্থিক কষ্টের পর সিরিয়ার জনসেবা কর্মচারীদের জন্য এলো এক আশার আলো। নতুন সরকার তাদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত যেন একটি নতুন ভোরের প্রতীক, যা হতাশাগ্রস্ত কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
রবিবার (৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী মুহাম্মাদ আবাজিদ।
তিনি বলেন, “দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের দুঃশাসনে জনসেবা কর্মচারীদের দৈনিক জীবন এতটাই কঠিন হয়ে উঠেছিল যে, তাদের মাসিক বেতন ছিল মাত্র ২৫ ডলার—যা তাদের ন্যূনতম চাহিদাগুলোও মেটাতে পারছিল না।
চলতি (জানুয়ারি) মাসের বেতন আগামী সপ্তাহের মধ্যেই দেওয়া হবে বলেও জানিয়েছেন সিরিয়ার অর্থমন্ত্রী আবাজিদ।
উল্লেখ্য, বিশ্লেষকরা বলছেন, সিরিয়া সরকারের এই ঘোষণার ফলে জনসেবা কর্মচারীদের জীবনে নতুন সম্ভাবনার দরজা উন্মোচিত হতে যাচ্ছে।
সূত্র: রয়টার্স