বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

পারমাণবিক অস্ত্রের সমতুল্য সৈন্য আছে আমাদের; পাকিস্তানকে সতর্ক করল আফগান সরকার

১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে পাকিস্তান। উদ্দেশ্যে ছিল, উগ্র হিন্দুত্ববাদী ভারতের হুমকি থেকে পরিত্রাণ পাওয়া। তবে এই অস্ত্রের অহংকারেই পার্শবর্তী দেশ আফগানিস্তানকে তুচ্ছতাচ্ছিল্য করে যাচ্ছে ইসলামাবাদ। এ বিষয়ে মুখ খুলেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মাদ আব্বাস স্তনিকজাই।

রবিবার (৫ জানুয়ারি) কাবুলে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেছেন, আধুনিক সমরাস্ত্রের জোরে আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামাবাদ। তবে তাদের জেনে রাখা উচিত, পারমাণবিক অস্ত্রের সমতুল্য সৈন্য রয়েছে আফগানিস্তানের কাছে।

তিনি বলেন, আমাদের পাশে এমন একটি দেশ রয়েছে যারা তাদের সামরিক অস্ত্রের জন্য সবসময় বড়াই করে থাকে। উন্নত সমরাস্ত্রের বাহাদুরিতে তারা ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি তাদেরকে বলতে চাই: তোমরা আহমেদ ও মাহমুদ নামে তোমাদের ক্ষেপণাস্ত্রের নামকরণ করেছ, কিন্তু আহমেদ ও মাহমুদ নামক ব্যক্তিরা আমাদের সঙ্গেই বসবাস করে।

স্তনিকজাই আরও বলেন, তোমরা মিসাইলের নাম রেখেছো গাজনাভি, আবদালি ও বাবর। কিন্তু আমাদের দেশ গাজনাভি, আবদালি ও বাবরের মতো সৈনিক দিয়ে পরিপূর্ণ। তারা প্রত্যেকেই পারমাণবিক বোমার সমতুল্য।

উল্লেখ্য, গত শুক্রবার আফগানিস্তানের খোস্ত প্রদেশে সাড়ে তিন ঘন্টা ব্যাপী পাক-আফগান সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই এমন বক্তব্য এসেছে স্তনিকজাই এর কাছ থেকে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img