পাক-আফগান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইতিহাসে প্রথমবারের মতো গাইডেড মিসাইল স্থাপন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার। এই মিসাইলটি যুদ্ধজাহাজ, সাঁজোয়া যান ও স্বল্প উচ্চতার সামরিক হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম।
রবিবার (৫ জানুয়ারি) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তালেবান প্রশাসনের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো গাইডেড মিসাইল স্থাপন করেছে আফগানিস্তান। গাইডেড মিসাইল গুলো পরিচালনার জন্য ১৩ জন তরুণ সৈন্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাইডেড মিসাইলটির নাম মিলান কনকুরসি। সোভিয়েত আমলের মিসাইলটি মূলত ফ্রান্স ও জার্মানিতে ডেভেলপমেন্ট করা হয়েছে। সহজে বহনযোগ্য হওয়ার কারণে মিলান মিসাইলটি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ভারত ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এখনো মিসাইলটি ব্যবহার করছে।
সূত্র: তোলো নিউজ