দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে বিশ্বের সর্বোচ্চ ল্যান্ডমাইন দূষিত দেশে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। দেশটিতে কয়েক দশকের রুশ ও মার্কিন আগ্রাসনের ফলে পাহাড়ি অঞ্চল, গ্রামীন এলাকা এবং শহরের উপকণ্ঠে এখনো পর্যন্ত বিস্ফোরক অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার বিস্ফোরণে প্রতিদিনই শিশু ও প্রাপ্তবয়স্ক বহু মানুষ আক্রান্ত হচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক অঙ্গ সংগঠন ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে আফগানিস্তান জুড়ে ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত ও মারাত্মকভাবে আহত হয়েছে ৫০০-এর বেশি শিশু।
রবিবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোষ্টে এই তথ্য দেয় ইউনিসেফ।
সংস্থাটি বলছে, ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহতের এই দুঃখজনক পরিস্থিতি রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এর মধ্যে মাইন পরিষ্কারের উদ্যোগ বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য সচেতনতা ও সতর্কতা প্রশিক্ষণ চালু করা অগ্রাধিকার পাওয়া উচিত।
গত বছরের নভেম্বর মাসে ল্যান্ডমাইন্ড পরিষ্কার বিষয়ক মানবিক সংস্থা হালো ট্রাস্ট জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ ল্যান্ডমাইন দূষিত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
উল্লেখ্য, গত বছর ৩০ লাখেরও বেশি শিশু ও তাদের অভিভাবককে মাইন চিহ্নিতকরণ ও এড়িয়ে যাওয়ার উপর প্রশিক্ষণ দিয়েছে ইউনিসেফ।
সূত্র: আরিয়ানা নিউজ