মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

গাজ্জায় ত্রাণকর্মীদের হত্যা বিবেকবিবর্জিত: জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার অভুক্ত মানুষদের খাদ্য সহায়তা দিতে যাওয়া আন্তর্জাতিক ত্রাণকর্মীদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, এটি একটি বিবেকবিবর্জিত কাজ। তবে যেভাবে গাজ্জা যুদ্ধ পরিচালনা করা হচ্ছে এটি তার অবশ্যম্ভাবী ফলাফল।

গত সোমবার রাতে গাজ্জার দেইরাল বালাহ এলাকায় “ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন” নামক একটি পশ্চিমা ত্রাণ সংস্থার গাড়িতে ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইলী বাহিনী।

এ ঘটনায় সাত ত্রাণকর্মী নিহত হন যারা অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফিলিস্তিন, পোল্যান্ড, আমেরিকা ও কানাডার নাগরিক।

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, “এই হত্যাকাণ্ডের ফলে গাজ্জায় নিহত ত্রাণকর্মীর সংখ্যা ১৯৬ জনে পৌঁছেছে যাদের মধ্যে আমাদের জাতিসংঘের কর্মীই রয়েছেন ১৭৫ জন।”

গুতেরেস বলেন, এই ঘটনায় আবারও গাজ্জা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। একইসঙ্গে জাতিসংঘ মহাসচিব হামাসের হাতে আটক সব ইসরাইলি বন্দির মুক্তি এবং গাজ্জায় অবাধ ত্রাণ তৎপরতা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানেজ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এসব ত্রাণকর্মীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img