প্রিন্স হামজার গৃহবন্দিকে সমর্থন করে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও যুবরাজ দ্বিতীয় হুসেইন বিন আব্দুল্লাহকে ফোন করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। জর্ডানের প্রতি সংহতি প্রকাশ করতেই এই ফোনকল করেন তারা।
শনিবার (৩ এপ্রিল) আম্মান থেকে কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তাকে গ্রেফতার ও সাবেক যুবরাজ প্রিন্স হামজা বিন হুসেইনকে গৃহবন্দি রাখার অভিযোগের পর তাদের মধ্যে এই ফোনালাপ হয়।
প্রথমে ফোন করেন সৌদি বাদশাহ সালমান। তিনি বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে আশ্বস্ত করেন যে, সৌদি আরব জর্ডানের সুরক্ষা এবং এর স্থিতিশীলতা বজায় রাখতে তার নেওয়া যেকোনো পদক্ষেপ সমর্থন করেন।
বাদশাহ সালমান এ সময় বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বে জর্ডানের সুরক্ষা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
এরপর একই রকম বার্তা দিয়ে জর্ডানের বাদশাহ ও যুবরাজ দ্বিতীয় হুসেইন বিন আব্দুল্লাহকে ফোন করেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
প্রসঙ্গত, জর্ডানের প্রিন্স হামজা তার আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির কাছে পাঠানো এক ভিডিওতে তার দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা ও হয়রানির অভিযোগ তুলেন। সেইসঙ্গে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: আনাদুলো এজেন্সি