নারীদের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে না নেওয়ায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সঙ্গে সংলাপে অনাগ্রহী বহু দেশ। তবে আফগান সরকার নিজ উদ্যোগে এই নীতিগুলো গ্রহণ করে কি না তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশগুলো। সাম্প্রতিক এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
গ্রুপটির এমন বিবৃতিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক স্বীকৃতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
তিনি আরও বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলো দেশের জনগণের সাথে সম্পৃক্ত। দেশের মানুষের মূল্যবোধ, সংস্কৃতি ও অগ্রাধিকারের ভিত্তিতে অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালিত হয়। অন্যান্য দেশগুলোর এত গভীরভাবে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।”
আইসিজি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২১ সালে তালেবান কতৃক আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো। যা দেশটির জনগণকে দারিদ্রতার মুখে ফেলে দিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার বিষয়টিকে ‘অবিচার’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন দেশটির ডেপুটি অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারী। অবিলম্বে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: তোলো নিউজ