সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে।
এ নিয়ে লালদিঘীরপাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে খুলে নিয়ে আসে দোকানের সাইনবোর্ড।
মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটের বি ব্লকে এমন ঘটনা ঘটে।
তবে দোকানের মালিক পলাতক রয়েছেন বলে জানাগেছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, লালদিঘীরপাড় নতুন মার্কেটের ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ বেপারি চা পাতার ব্যবসা করেন। তার দোকানের কোনো ট্রেড লাইসেন্সই নেই। মঙ্গলবার হঠাৎ করে তিনি তার দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানান। সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও লাগানো হয়।
দোকানের সামনে কয়েক শ’ ব্যবসায়ী জড়ো হয়ে সাইনবোর্ডটি নামানোর দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে দোকানের সাইনবোর্ডে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেয়া উচিত হয়নি। এতে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে।