মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

ইজতেমার ময়দানে মুসল্লী হত্যাকারী সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

টঙ্গী ইজতেমা ময়দানে তিন মুসল্লী হত্যাকাণ্ডের ঘটনায় মামলার ৯ নাম্বার আসমি সাদপন্থী নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯ টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে আসে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন।

মামলার বাদী তাবলীগের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গীতে আনা হচ্ছে।

ইজতেমার ময়দানে মুসল্লী হত্যাকারী শফিউল্লাহ শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img