মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

তিন দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আরব আমিরাত, কাতার ও জর্ডান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। এর আগে তিনি সৌদি আরব সফর করেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিন এ কথা জানান।

যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, ভাতৃপ্রতীম কাতার, আমিরাত এবং জর্ডানে তিনি সিরিয়ার প্রতিনিধিত্ব করবেন।

সিরিয়ার নতুন সরকার দেশের অবকাঠামো পুনর্গঠনে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সিরিয়াতে সম্পদশালী উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিনোয়াগ চায়। এর আগে শাইবানি সৌদি আরবে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধান। আসাদের পতনের পর এটা ছিল সিরিয়ার ইসলামপন্থী শাসকদলের প্রতিনিধিদের প্রথম বিদেশ সফর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img