বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত : ভারতীয় হই কমিশনার ভার্মা

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা জনিত কারণে পরবর্তী নিদের্শ না দেয়ার পর্যন্ত আগরতলা সহকারী হাই কমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত।

গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img