রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আরও এক মামলায় খালাস পেলেন ইমরান খান

আরও এক মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা এ মামলায় তাকে খালাস দেয় ইসলামাবাদের একটি আদালত। এই মামলায় ইমরান খান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদসহ আরও বেশ কয়েকজন নেতা খালাস পেয়েছেন।

মঙ্গলবার (০২ জুলাই) ইসলামাবাদের দায়রা জজ আদালতের বিচারক ইয়াসির মাহমুদ এই রায় দেন।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য মতে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ২০২২ সালে এই মামলা দায়ের করা হয়। তখন ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা দায়ের করলে, তার প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খানসহ অন্যান্যরা। সেই বিষয়েই স্থানীয় আপবাড়া পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন।

ইমরান খান ছাড়াও এই মামলায় খালাস পাওয়া অন্যান্যরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ, সাবেক স্পীকার আসাদ কায়সার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি, সিনেটর ফয়সাল জাভেদ, রাজা খুররম নওয়াজ এবং আলী নওয়াজ আওয়ান।

তবে এই মালায় খালাস পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img