রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বিশ্বকে তাক লাগিয়ে চাঁদের উদ্দেশে যাত্রা করল পাকিস্তানের স্যাটেলাইট

ভারতের পর বিশ্বকে তাক লাগিয়ে চীনের সহযোগীতায় এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও।

আজ শুক্রবার (৩ মে) চাঁদের উদ্দেশ্যে প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পুরো অভিযানে সহায়তা করছে চীন।

সূত্রে জানা যায়, পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আইকিউব-কিউ। শুক্রবার চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য দেশ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, আইকিউব-কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করছেন।

সূত্র : জিও টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img