রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন এরদোগান

টানা সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তাই অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমতাবস্থায় গাজ্জায় ইসরাইলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জায় ইসরাইলের হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর সাথে ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের ওপর চলমান ইসরাইলী হামলা এবং গাম্বিয়ায় অনুষ্ঠিতব্য ১৫ তম ইসলামিক শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে জানিয়েছে।

গাম্বিয়া আগামী ৪-৫ মে রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি।

এরদোগান বলেন, তুরস্ক এবং গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img