মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

লকডাউনে যাচ্ছে দেশ; যাত্রীদের ভীড় বেড়েছে বাস কাউন্টারে

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

এদিকে, এ ঘোষণার পর থেকেই রাজধানীর সায়েদাবাদ, কল্যাণপুর, গাবতলীসহ সকল বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কল্যাণপুর বাস টার্মিনালে আগত সিফাত নামের এক যাত্রী বলেন, লকডাউনের ঘোষণা হয়ে গেছে। অফিস বন্ধ হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে আজাদ নামের এক যাত্রী বলেন, সোমবার থেকে লকডাউনের খবর শুনেই বাস টার্মিনালে ছুঁটে এসেছি। আজ রাতের বাসে টিকিট কেটে সপরিবারে বাড়ি চলে যাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img