ইসলামকে হেফাজত করবে আল্লাহ, হেফাজতে ইসলাম কী হেফাজত করবে বলে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।
হেফাজতকে ইসলাম বিরোধী বলে দাবি করে তিনি বলেন, ইসলামের হেফাজত করার কথা বললেও তারা ইসলাম বিরোধী। ইসলামে জঙ্গিবাদ, আগুন দেওয়া সমর্থন করে না। সরকারকে অবশ্যই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন দাবি করে বসেন।
শেখ সেলিমের দাবি, বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালিয়েছে, বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে। তার মতে, যারা স্বাধীনতা এক বিন্দু মানে-বিশ্বাস করে, তারা এটা করতে পারে না।
তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই।