ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হল শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানকে পুলিশ আটক করেছে। তবে থানায় নেওয়ার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে জিজ্ঞাসাবাদ করে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ভঙ্গ, নিরাপত্তা ঝুঁকি তৈরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। হল প্রশাসন ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কাছে দিলে আমরা তাকে থানায় সোপর্দ করে দিয়েছি।