শনিবার, জুলাই ২৭, ২০২৪

সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়েছে কুয়েত

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সেখানে এখনো অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের ১ লক্ষ ৭৬ হাজার অবৈধ প্রবাসী। কুয়েতে ভিজিট ভিসায় আসা ৪৬ হাজার প্রবাসী তাদের ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও কুয়েত ত্যাগ করেননি।

কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরব টাইমস জানায়, কুয়েত সরকার ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত টানা একমাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা দিলেও ১ শতাংশের চেয়েও কম প্রবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।

জানা যায়, প্রথমদিকে অবৈধদের সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার। গেল নভেম্বরে ভিজিট ভিসায় ৪৬ হাজার কুয়েতে প্রবেশ করা প্রবাসীরা তাদের ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও কুয়েত ত্যাগ না করায় অবৈধ হয়ে যান। ফলে অবৈধ প্রবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৬ হাজার।

অবৈধ প্রবাসীদের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করায় সরকারের সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন যে সকল শ্রমিকরা অবৈধ আছেন তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন।

তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমস জানায় যে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আটকে পড়া তিনলক্ষ প্রবাসীর আকামার মেয়াদ থাকলেও ১ লক্ষ ৫০ হাজার প্রবাসীর আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img