হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর ক্বায়েদে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহুর পরিবারের খোঁজখবর নিতে আল্লামা বাবুনগরী (রহ.) এর গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে গিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব মাওলানা সাজিদুর রহমান আল্লামা বাবুনগরী (রহ.) এর বাসায় যান।
এসময় তিনি আল্লামা বাবুনগরী রহ. এর ভাই মাওলানা হাফেজ শুয়াইব বাবুনগরী সাহেব এবং বাবুনগরী হযরতের একমাত্র ছেলে মাওলানা সালমান বাবুনগরীর সাথে কথা বলেন। পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। আল্লামা বাবুনগরী (রহ.) এর স্মৃতিবিজড়িত কিতাবাদী সহ বিভিন্ন জিনিসপত্র দেখেন এবং আল্লামা বাবুনগরী রহ এর মাগফিরাত ও দারাজাব বুলন্দির জন্য দুআ করেন।
এর আগে হেফাজত মহাসচিব আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুআ নেন।
এদিকে বাবুনগর যাওয়ার আগে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় আসেন হেফাজত মহাসচিব। এ সময় তিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা ইয়াহইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জামিয়ার কবরস্থানে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.), আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.), মুফতীয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী (রহ.) এবং সদ্য প্রয়াত হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.) সহ আকাবীরীনে হাটহাজারীর কবর জিয়ারত করেন।